বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে ধারণা দিতে শিক্ষা ওয়েবের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি ২টি ফ্রি মডেল টেস্ট। সাথে সেরা ৬ পরীক্ষার্থী পাবে ৬টি ‘মেরিটাইমনলেজ‘ বই!

ফ্রি মডেল টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে এই নিয়মাবলী সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে।

মডেল টেস্টের বিস্তারিত

  • মডেল টেস্ট ইউনিট: এফইওএস এবং এফইটি
  • মডেল টেস্ট: প্রতি ইউনিটে একটি করে
  • পুরস্কার: প্রতি ইউনিটে প্রথম ৩ জন পাবে ৩টি ‘মেরিটাইমনলেজ (বিজ্ঞান)’ বই। ২ ইউনিটে মোট ৬ জন বই পাবে। বইগুলো নেটওয়ার্ক পাবলিকেশনের সৌজন্যে দেয়া হবে। প্রথম ১০ জন পাবে সার্টিফিকেট। এবং সেরাদেরকে ফিচার করা হবে ছবিসহ।
  • পদ্ধতি: পরীক্ষা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনুরূপ হবে। তবে বোঝার সুবিধার্থে নিচে দেয়া লিঙ্ক থেকে দু’টি মডেল প্রশ্নের পিডিএফ ডাউনলোড করে নাও।

    এফইওএস: https://s.shikkhaweb.com/feos
    এফইটি: https://s.shikkhaweb.com/fet

  • বিস্তারিত: পরীক্ষার রেজিস্ট্রেশন ও নিয়মাবলী জানতে এই লিঙ্কের ভিডিওটি দেখো: https://s.shikkhaweb.com/muy

পরীক্ষার সময়সূচী

  • এফইওএস: অক্টোবর ২০, ২০২১ – রাত ০৮:০০
  • এফইটি: অক্টোবর ২১, ২০২১ – রাত ০৮:০০

পরীক্ষা

  • ১০০ নম্বরের পরীক্ষা হবে প্রতি ইউনিটে ৫টি করে বিষয়। বহুনির্বাচনী ৬০% ও লিখিত ৪০%। বিস্তারিত জানতে উপরে দেয়া লিঙ্কের মডেল প্রশ্ন দেখে নাও।
  • পরীক্ষা মোট ১.৫ ঘণ্টা হবে। অর্থাৎ প্রতি পরীক্ষা শেষ হবে রাত ০৯:৩০-এ। প্রথম ৪৫ মিনিটে বহুনির্বাচনী জমা দিতে হবে। লিখিত অংশ ছবি তুলে সাবমিট করতে বাড়তি ১৫ মিনিট সময় দেয়া হবে। অর্থাৎ মোট ১ ঘণ্টা ৪৫ মিনিট পরীক্ষার জন্য লিঙ্কটি চালু থাকবে। এরপর কেউ আর উত্তরপত্র দিতে পারবে না।
  • যদি কেউ ওয়েবসাইটে উত্তরপত্রের ছবি আপলোড করতে না পারে, সেক্ষেত্রে [email protected] এ ইমেইলের মাধ্যমে ছবি পাঠাতে হবে সেই নির্ধারিত সময়ের মধ্যেই। ইমেইলে নিজের নাম, কলেজ ও মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে। রেজিস্ট্রেশন করা ইমেইল দিয়েই মেইলটি করতে হবে।
  • সময়ের পরে কারো উত্তরপত্র গ্রহণ করা হবে না।

কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে?

প্রথমে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নাও। তারপর নিচে দেয়া নিয়মাবলী অনুসরণ করো। ভিডিও: https://s.shikkhaweb.com/muy

  • প্রথমে এই লিঙ্কে গুগল ক্রোম ব্রাউজার থেকে যাও: https://shikkhaweb.com/join/bsrmrmu-mt20/
  • নীল অংশে লেখা Continue with Facebook এ ক্লিক করো।
  • ফেসবুকে আগে লগইন করা না থাকলে লগইন করতে বলবে। লগইন করা থাকলে সরাসরি শিক্ষা ওয়েব অ্যাপ পেইজে নিয়ে যাবে।
  • কয়েকবার Allow বাটনে চাপতে হতে পারে। পারমিশন দেয়া হলে রেজিস্ট্রেশন পেইজে নিয়ে আসবে।
  • ভিডিওতে দেয়া নির্দেশনা অনুসারে ফর্মটি পূরণ করো। পূরণ করা ঠিকঠাক হলে, লাল লেখা মেসেজ আসবে এবং একটি ইমেইল যাবে।
  • আজকের জন্য কাজ শেষ।

পরীক্ষা কিভাবে দেবে?

আগামীকাল ও পরশুদিনের পরীক্ষার সময় পোস্ট দেয়া হবে। তবে এখনই পরীক্ষার লিঙ্ক দিয়ে দেয়া হচ্ছে। এখন লিঙ্কটি কাজ করবে না। পরীক্ষার সময় লিঙ্কটিতে প্রবেশ করা যাবে। উল্লেখ্য, ওয়েবসাইটে লগইন করা না থাকলে পরীক্ষা দেয়া যাবে না। তাই যেই ব্রাউজার থেকে রেজিস্ট্রেশন করেছো (গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স ইত্যাদি), সেই ব্রাউজার থেকেই পরীক্ষার লিঙ্কে প্রবেশ করবে কিংবা পরীক্ষার আগেই নতুন ব্রাউজারে লগইন করে নেবে। পরীক্ষার নিয়মাবলী উপরে দেয়া ভিডিও লিঙ্কে বিস্তারিত জানতে পারবে।

নোট: এই লিঙ্কটি পরীক্ষার সময়মত চালু হবে এবং সময় শেষে বন্ধও হয়ে যাবে।

ফলাফল

  • এফইওএস: অক্টোবর ২৮, ২০২১
  • এফইটি: অক্টোবর ২৮, ২০২১

এফইওএস ইউনিটের সেরা ১০

এফইটি ইউনিটের সেরা ১০

পুরস্কার

প্রতি পরীক্ষার প্রথম ৩ জনকে দি নেটওয়ার্ক রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের পক্ষ থেকে ৩টি করে মেরিটাইমনলেজ (মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড) বই দেয়া হবে। দুইটি পরীক্ষায় মোট ৬ জন পাবে। তবে একই পরীক্ষার্থী দুই ইউনিটেই সেরা ৩-এ থাকলে তাকে একবারই বই দেয়া হবে। এক্ষেত্রে পরবর্তী পজিশনের কাউকে বই দেয়া হবে।

এফইওএস ইউনিটে পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

০১. Fatima Tuz Johora Arni

০২. Alamgir Hosain

০৩. Ashik Murtoja Sifat

এফইটি ইউনিটে পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

০১. Safwan Ibn Sazzad

০২. MD. Muname Shahriar Marshal

০৩. Md Firoz

নোট: এখানে Fatima Tuz Johora Arni দু’টি ইউনিটে সেরা ৩-এ থাকায় একটি পুরস্কার পাচ্ছে। তার পুরস্কার এফইওএস কিংবা এফইটি’র চতুর্থ কেউ পাবে। Md Firoz বেশি নম্বর পাওয়ায়, তাকে পুরস্কার দেয়ার জন্য বিবেচনা করা হয়েছে।

সার্টিফিকেট

প্রতি পরীক্ষার প্রথম ১০ জনকে সার্টিফিকেট দেয়া হবে। ফলাফল অংশে সেরা ১০ ঘোষণা করা ব্যক্তিরা শিক্ষা ওয়েব প্রেসের ওয়েবসাইট থেকে সার্টিফিকেট আজীবন ডাউনলোড ও ভ্যারিফাই করতে পারবে। এ বিষয়ে ইমেইলে নির্দেশনা দেয়া হবে।

পুরস্কার ও সার্টিফিকেট পেতে করণীয়

পুরস্কার ও সার্টিফিকেট পেতে আমাদের ফেসবুক পেইজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

আমাদের ফেসবুক পেইজ: https://www.facebook.com/ShikkhaWeb

এই মডেল টেস্টে প্রদত্ত ৬টি মেরিটাইমনলেজ (মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড) বই দি নেটওয়ার্ক রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের সৌজন্যে দেয়া হচ্ছে।