পরীক্ষা ৩: FET – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট ২০২১-২২

Note: এই পরীক্ষাটি দেয়ার জন্য অবশ্যই গুগল ক্রোম বা এরকম ভালো মানের ব্রাউজার লাগবে। অন্যথায় উত্তর সাবমিট হবে না।

এমসিকিউ

ভর্তি পরীক্ষা – বশেমুর মেরিটাইম বিশ্ববিদ্যালয় – FET – মডেল টেস্ট ২০২১-২২

লিখিত

পদার্থবিজ্ঞান

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণমান প্রশ্নের সাথে দেয়া আছে।

০১. একটি আবেশকের স্বকীয় আবেশ 10 হেনরি। 6.0×10^{-2} সেকেন্ডে তড়িৎ প্রবাহ 10A থেকে 7A-তে পরিবর্তিত হয়। এই আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান নির্ণয় কর। — ০২

০২. অ্যালুমিনিয়ামের পয়সনের অনুপাত 0.35 বলতে কি বোঝায়? — ০২

০৩. 100℃ তাপমাত্রার 373 কেজি পানিকে 100℃ সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করা হলে এনট্রপির পরিবর্তন কত হবে? [পানির বাষ্পীভবনের সুপ্ততাপ = 2.26×10^6J/Kg — ০২

০৪. রৈখিক ভরবেগ 60% বাড়লে গতি শক্তি কতটুকু বৃদ্ধি পায়? — ০২

গণিত

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণমান প্রশ্নের সাথে দেয়া আছে।

০১. x^3 + 3x^2 + 7x - 5 = 0 সমীকরণের একটি মূল (1+2i) হলে অপর মূল বের কর। — ০২

০২. x^y = e^{x-y} হতে \frac{dy}{dx} নির্ণয় কর। — ০২

০৩. দেখাও যে, tan^{-1}x + tan^{-1}y = tan^{-1}\frac{x+y}{1-xy}— ০২

০৪. (x - \frac{1}{x})^{16} রাশিটির বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় কর। — ০২

রসায়ন

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণমান প্রশ্নের সাথে দেয়া আছে।

০১. 50℃ উষ্ণতায় N_2O_4 বিয়োজনের K_p এর মান 3.11। সাম্য মিশ্রণে NO_2 এর আংশিক চাপ 0.45atm হলে N_2O_4 এর আংশিক চাপ কত? — ০২

০২. ইলেকট্রোপ্লেটিং কি? এর ব্যবহার লিখ। — ০২

০৩. বেনজিন থেকে নাইট্রোবেনজিন কিভাবে পাওয়া যায়, সমীকরণসহ লিখ। — ০২

০৪. 10mL 1M HCl পানি যোগে 100mL আয়তনে পাতলা করা হলে সে দ্রবণের pH কত? — ০২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণমান প্রশ্নের সাথে দেয়া আছে।

০১. (E)_{16} থেকে (7)_8 বাইনারী পদ্ধতিতে বিয়োগ কর। — ০২

০২. পূর্ণরূপ লিখ: 1. RDBMS 2. GSM 3. VIRUS — ০১

০৩. WiMax স্ট্যান্ডার্ড লিখ। — ০১

০৪. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখ। — ০৩

০৫. WAP কী? — ০১

ইংরেজি

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণমান প্রশ্নের সাথে দেয়া আছে।

01. Read the passage carefully and answer the question following it.

Out of the night that covers me,
Black as the Pit from pole to pole,
I thank whatever gods maybe
For my unconquerable soul.
In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud,
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.
Beyond this place of wrath and tears
Looms but the horror of the shade,
And yet the menace of the years
Finds, and shall find me, unafraid.
It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.
—-– W.E. Henley

# Answer the following question. — 01×3

a) What does the poet mean by ‘horror of the shade’?

b) What does the poet intend to mean with the word ‘charge’?

c) What is the theme of the poem?

02. Write a paragraph on this Subject: ‘Blue Economy of Bangladesh— 05

লিখিত উত্তর জমাদান

নিচের ফর্মের সকল তথ্য পূরণ করে তোমার উত্তরপত্রের ছবিগুলো আপলোড ঘরে আপলোড দিয়ে সাবমিট কর। নিয়ম না বুঝলে এই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নাও।

মডেল টেস্ট নিয়ে বিস্তারিত

এই মডেল টেস্টটি ২০২০-২১ সেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতা সম্বন্ধে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক কর: https://shikkhaweb.com/bsmrmu-mt20/